'গেদু বাহিনীর' প্রধান সন্ত্রাসী গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-31 01:17:45

সাভারের আশুলিয়া ও কাশিমপুরের 'গেদু বাহিনীর' প্রধান সন্ত্রাসী আব্দুল আলিম ওরফে গেদুরাজকে (৬৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা।

এর আগে সোমবার (২৯ জুন) ভোর রাতে গাজীপুরের কাশিমপুর থানার হাজীমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল আলিম ওরফে গেদুরাজ কাশিমপুর থানার তেতুইবাড়ি মোজারমিল এলাকার মৃত তাহের মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণসহ প্রায় ২০টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, চাঁদার দাবিতে কাশিমপুর এলাকার সাবেক এক সেনা সদস্যের বাড়ি ভাঙচুর করে গেদু বাহিনীর প্রধানসহ অন্যান্য সহযোগীরা। এ ঘটনায় ওই সাবেক সেনা সদস্য থানায় মামলা দায়ের করলে প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে হাজীমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিশাল সন্ত্রাসী বাহিনী গঠন করে ১৯৯২ সাল থেকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শ্রীপুর ও গাজিপুরের কাশিমপুর থানার তেতুইবাড়িসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে এই আব্দুল আলিম ওরফে গেদুরাজ। তার বিরুদ্ধে ২০ টিরও বেশি মামলা রয়েছে।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, প্রযুক্তি ব্যবহার করে অবস্থান নিশ্চিত হয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও খবর