বরিশালে পুনঃনিরীক্ষণে ১৩৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-28 13:33:34

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণে ১৩৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ জন এবং ফেল থেকে পাস করেছে ২৫ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার (৩০ জুন) পুনঃনিরীক্ষণ ফল প্রকাশের পর বরিশাল বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে সন্তুষ্ট না হয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১০ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য মোট ২৩ হাজার ৮৫০টি বিষয়ে আবেদন করেন। এতে ১৩৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন ) রাতে এ সব তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

উল্লেখ্য, ৩১ মে প্রকাশিত হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফলে আপত্তি থাকা শিক্ষার্থীদের জন্য ১ জুন পুনঃনিরীক্ষণের আবেদন কার্যক্রম শুরু হয়ে ৭ জুন শেষ হয়।

এ সম্পর্কিত আরও খবর