মরণোত্তর 'মাদার তেরেসা রত্ন' পুরস্কার পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মরণোত্তর ‘মাদার তেরেসা রত্ন’ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।
কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
২০০৪ সাল থেকে ‘মাদার তেরেসা রত্ন’ পুরস্কার প্রদান করা হয়। সমাজে শান্তি, সমতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাতে বিশেষ অবদান রাখার জন্য কোনো ব্যক্তি বা সংগঠনকে ‘মাদার তেরেসা রত্ন’ পুরষ্কার প্রদান করা হয়। আব্রাহাম মাথাই প্রতিষ্ঠিত ‘হারমনি ফাউন্ডেশন’ এই পুরস্কারটি দিয়ে থাকে।
এর আগে 'মাদার তেরেসা রত্ন' পুরস্কার পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মণিসহ বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।