গাইবান্ধায় ডুবে গেছে ৫০৪ পুকুর, দুই কোটি টাকার ক্ষতি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-25 21:54:00

সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদ ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পায়। এতে জেলার ৪টি উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া ৫০৪টি পুকুর পানিতে ডুবে গেছে। এতে প্রায় ১২২ মেট্রিক টন মাছ ও ১৬ লাখ পিস পোনা পানিতে ভেসে গেছে।

বুধবার (১ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা মৎস্য কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গাইবান্ধা জেলা মৎস্য কার্যালয় আরও জানায়, গাইবান্ধার সাঘাটা, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার হলদিয়া, গজারিয়া ও তারাপুরসহ ১১টি ইউনিয়নের মৎস্য চাষিরা লাভের আশায় ওইসব পুকুরে মাছ চাষ করেছিলেন। সম্প্রতি টানা বর্ষণের ফলে পুকুরগুলো ডুবে দুই কোটি টাকা মূল্যের মাছ ও পোনা পানিতে ভেসে গেছে। এতে করে ক্ষতিগ্রস্ত মাছচাষিরা দুশ্চিন্তায় রয়েছে।

স্থানীয় বেলকা এলাকার মৎস্য চাষি খলিল মিয়া বার্তা২৪.কমকে জানান, ঋণ করে এ বছরে এক একর আয়তনের পুকুরে মাছ চাষ করেছিলেন। বন্যার পানিতে তার পুকুর ভেসে গেছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান এসব ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ চাষিদের ক্ষতির পরিমাণ নিরূপণ করে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর