কুমেকে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-24 13:27:48

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনায় সংক্রমিতদের চিকিৎসার জন্য স্থাপিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরীর ২, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ২, চৌদ্দগ্রামের ১ ও বুড়িচং উপজেলার ১ জন রয়েছেন।

বুধবার (১ জুলাই) বিকেলে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ব্যক্তিরা জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। এসব উপসর্গ নিয়ে রোগীরা একেবারেই সংকটাপন্ন অবস্থায় এই হাসপাতালে আসেন বলেও জানান তিনি।

কুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে কুমেকের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ১০৫ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনা রোগী ৩৪ জন। আর উপসর্গ নিয়ে আছেন ৭১ জন। বুধবার নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন।

এদিকে, এই হাসপাতালে এখন পর্যন্ত করোনা ও উপসর্গ নিয় সর্বমোট ৭৯৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৯ জন। আর এই পর্যন্ত মারা গেছেন ১৫৩ জন। এদের মধ্যে করোনায় মারা গেছেন ২৬ জন। আর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১২৭।

এ সম্পর্কিত আরও খবর