বন্যার পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-11 10:27:12

জামালপুরে পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে আপন দুই ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় এসব ঘটনা ঘটে।

মৃত দুই ভাই-বোন ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের হাড়িয়াবাড়ীর আনু মিয়ার ছেলে আলামিন (৮) ও মেয়ে আলপিনা (৬)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাড়িয়াবাড়ীতে বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরতে যায় আলামিন ও আলপিনা। মাছ ধরার এক পর্যায়ে বন্যার পানির স্রোতে নিখোঁজ হয় তারা। পরে স্থানীয়রা তাদের পানিতে খোঁজা শুরু করে। কিন্তু না পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি জানানো হয়।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. খায়রুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এরপর বিকেলে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে মেলান্দহ উপজেলায় বন্যার পানিতে ডুবে শর্মিলা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে সে। ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর