‘গড়াই নদীর প্রাণ ফেরাতে কাজ করছে সরকার’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-29 07:14:50

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রেট ম্যানগ্রোভ বন সুন্দরবনসহ এই জনপদের জীব বৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদের অন্যতম আঁধার পদ্মার শাখা নদী গড়াইয়ের প্রাণ ফেরাতে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে চলমান খনন প্রকল্পে গড়াই ফিরে পাচ্ছে তার হারানো প্রাণ। সেই সাথে প্রাকৃতিক প্রাণস্পন্দন ফেরাতে হাতে নেওয়া হয়েছে ভূমি উন্নয়নসহ বনায়ন কর্মসূচি।

বুধবার (১ জুলাই) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলার পদ্মা-গড়াই মোহনায় প্রায় তিন শতাধিক নানা প্রজাতির বৃক্ষ রোপণের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আগামী ২০২২ সাল পর্যন্ত চলমান এই প্রকল্প বাস্তবায়ন হলে গড়াইয়ের দুই ধার সংরক্ষণের মাধ্যমে বিলীন হয়ে যাওয়া ভূমি উদ্ধারের পাশাপাশি বহুমুখী সমৃদ্ধি ও সম্ভাবনার দ্বার খুলে যাবে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি শিলাইদহ কুঠিবাড়ি, তালবাড়িয়ার ভাঙন এবং গড়াই নদীর তীরবর্তী ভাঙন কবলিত ঝুঁকি নিরসনে ইতিমধ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান।

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের চলমান গড়াই নদী খনন প্রকল্পের ভূমি উন্নয়ন কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ উদ্বোধন করা হয়।

বৃক্ষ রোপণ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, গড়াই নদী খনন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তাজবির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর