নেত্রকোনায় ব্যাংক কর্মকর্তা-নার্সসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-16 01:01:06

ব্যাংক কর্মকর্তা ও সিনিয়র স্টাফ নার্সসহ নেত্রকোনায় নতুন করে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (১ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নেত্রকোনার জমাকৃত ১২৯টি নমুনা পরীক্ষা করা হলে এ ১৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

শনাক্তদের মধ্যে জেলার আটপাড়া উপজেলা কৃষি ব্যাংক ও জনতা ব্যাংকের কর্মকর্তাসহ ৬ জন, মদন উপজেলার ৪ জন, পূর্বধলা উপজেলার ৩ জন ও কেন্দুয়া উপজেলার ১ জন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন এবং তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৪ জনে।

এ বিষয়ে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খানের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, ১ জুলাই পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা ৬৯২৪টি। এর মধ্যে ৬৭৮৬টির রিপোর্ট পাওয়া গেছে এবং জেলায় শনাক্তকৃত মোট করোনা রোগী ৫৩৪ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ২৬৩ জন। আর মারা গেছেন ৩ জন।

এ সম্পর্কিত আরও খবর