ছাড়পত্র না থাকায় রাইস মিলে তালা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-09-01 00:25:28

ছাড়পত্র না থাকায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কালিকাপুর নতুন বাজারের জাহিদ এন্টারপ্রাইজ নামের একটি সেমি অটো রাইস মিল বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর। একই সাথে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজারকে মিলটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে মিলটি তালা লাগিয়ে বন্ধ করে দেন পরিবেশ অধিদফতর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক মনির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও আনোয়ার পারভেজ, চালকল মালিক সমিতির সভাপতি এএইচএম কামাল, চাল ব্যবসায়ী শরিফুল ইসলাম, বাবুল হাজী, সোহরাফ হোসেন প্রমুখ।

উপ-পরিচালক মনির হোসেন বলেন, রাইস মিলটি পরিবেশ অধিদফতরে ছাড়পত্র না নিয়ে এবং মিল তৈরির ন্যূনতম শর্ত না মেনে পরিচালনা করে আসছিলেন মালিক বেলাল হাজী। তাই তার নিকট থেকে মুচলেকা নিয়ে মিল বন্ধ করে দেয়া হয়েছে। সকল শর্ত পূরণ করে আবেদন করলে মিল চালানোর অনুমতি দেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর