ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২৬ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার পুরাতন বাজারের একটি টিনসেড মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রাত আড়াইটার দিকে পুরাতন বাজারের জনতা শপিং টাওয়ারের পাশের একটি টিনসেড মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে কুটি চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এরই মধ্যে রড-সিমেন্ট, হার্ডওয়ার, একটি মটর পার্টস ও সিএনজি ওয়ার্কসপ সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি কোনো নাশকতার ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।