উবারে নো মাস্ক নো রাইড পলিসি অব্যাহত

, জাতীয়

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 00:22:47

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ উবার যাত্রী ও রাইডারদের উদ্দেশে স্বাস্থ্যবিধি মেনে সেবা গ্রহণ করতে বলা হয়েছে। তাই উবারে নো মাস্ক, নো রাইড নীতিমালা বিস্তৃত করে নতুন জনসচেতনতামূলক ভিডিও শেয়ার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উবার এক ব্লগ বিবৃতিতে জানায়, গত মে থেকে রাইডার ও যাত্রীদেরকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যা জুন মাস থেকে শিথিল করার কথা ছিল। কিন্তু বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ‘নো মাস্ক নো রাইড’ নীতি অব্যাহত থাকবে। তাই প্রত্যেকের নিজের নিরাপত্তা স্বার্থে এই নীতিমালা মানতে হবে।

উবারের নতুন জনসচেতনতামূলক ভিডিওতে দেখা যায়, উবার ড্রাইভার-খাবার ডেলিভারি কর্মীরা জনসাধারণকে মাস্ক পরার বার্তা দিচ্ছে যার মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হবে।

উবার জানায়, উবার ড্রাইভারদের মাস্ক পরা নিশ্চিত করতে রাইড শুরুর আগে প্রমাণ স্বরূপ সেলফি তুলতে হবে। একইভাবে যাত্রীরাও মাস্ক পরছে কিনা সেবিষয়ে নতুন ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর