নীলফামারীর উত্তরা ইপিজেডে ৫ চীনা নাগরিক করোনায় আক্রান্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-31 01:54:59

গত ২৪ ঘণ্টায় নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মরত ৪ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উত্তরা ইপিজেডে কর্মরত ৫ চীনা নাগরিক করোনায় আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৮টায় নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া ফলাফল অনুযায়ী নীলফামারীর উত্তরা ইপিজেডের ৪ জন চীনা নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। তারা ৪ জনেই চীনা ম্যাজেন বিডি কোম্পানিতে কর্মরত।

গত ২২ জুন ম্যাজেন বিডি কোম্পানিতে কর্মরত বাংলাদেশি একজনের করোনা শনাক্ত হয়। ২৯ জুন ওই কোম্পানির একজন চীনা নাগরিকের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫২ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৬৪ জন এবং মারা গেছেন ৬ জন।

এ সম্পর্কিত আরও খবর