রাজশাহীতে একদিনে সর্বোচ্চ ১২১ জনের করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-29 23:26:01

রাজশাহীর দুটি ল্যাবে একদিনে ১২১ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১১৭ জনই রাজশাহী জেলার। অন্য শনাক্তদের মধ্যে পাবনার তিনজন এবং বগুড়ার একজন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা পজিটিভ আসে। আর রাতে রামেক হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসক, আটজন পুলিশ সদস্য, দুজন র‌্যাব সদস্য, রাজশাহী মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মী ও ভর্তিকৃত রোগী ২১ জন ও রাজশাহী সিটি করপোরেশনের কর্মী ১১ জন রয়েছেন।

এদিকে, একদিনে নতুন করে ১১৭ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০২ জনে। বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন নয়জন। আর সুস্থ হয়েছেন ১১৪ জন। গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর