আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

জেলা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | 2023-08-23 12:37:30

ব্রাহ্মণবাড়িয়া: ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৭ আগস্ট) সকাল থেকে স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২১ আগস্ট মঙ্গলবার সকাল থেকে ২৬ আগস্ট রোববার বিকেল পর্যন্ত একটানা ৬ দিন স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে।

তবে এ সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্মসাধারণ সম্পাদক রাজিব উদ্দিন ভূঁইয়া জানান, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ২১ আগস্ট মঙ্গলবার সকাল থেকে ২৬ আগস্ট রোববার বিকেল পর্যন্ত একটানা ৬ দিন স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। আজ ২৭ আগস্ট সোমবার সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর