জামালপুরে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-31 22:56:40

জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৫ সেন্টিমিটার কমে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাড়ছে ব্রহ্মপুত্রসহ শাখা নদের পানি। পানিবন্দি হয়ে পড়েছে জেলার সাড়ে তিন লক্ষাধিক মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান জানান, যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে শুক্রবার সন্ধ্যায় বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

যমুনার পানি ৫ সেন্টিমিটার কমলেও ব্রহ্মপুত্র নদ, ঝিনাইসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছ। নতুন করে মাদারগঞ্জের শিধুলী ইউনিয়ন বন্যা প্লাবিত হয়েছে। সবমিলিয়ে জেলার ৭ উপজেলার ৪৩টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি ঢুকে পড়ায় পানিবন্দি হয়ে পড়েছে সাড়ে তিন লক্ষাধিক মানুষ।

পানি উঠায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দি অবস্থায় দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আমিনুল ইসলাম জানান, বন্যার পানিতে তলিয়ে গেছে পাট, আমনের বীজতলা, আউশ ধান, সবজিসহ অন্তত ১০ হাজার হেক্টর জমির ফসল।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জেলার বন্যদুর্গত এলায় ৮০টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।

জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো.নায়েব আলী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দুর্গত এলাকায় ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, যমুনা নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, ভারতে যদি বন্যা হয় তবে বাংলাদেশে দীর্ঘস্থায়ী বন্যা হবে।

এ সম্পর্কিত আরও খবর