চাঁদপুরে করোনা আক্রান্ত এক হাজার ছাড়াল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-08-11 02:56:32

চাঁদপুরে নতুন করে আরও ৩২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৫ জনে। সুস্থ হয়েছেন ৩৪৯ জন।

শনিবার (৪ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী ঢাকা থেকে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে ১২০টি। এর মধ্যে পজিটিভ ৩২টি, নেগেটিভ ৮৮টি।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১০ জন, মতলব দক্ষিণে ৪ জন, ফরিদগঞ্জে ৯ জন, হাজীগঞ্জে ৪ জন, কচুয়ায় ৩ জন, শাহরাস্তিতে ২ জন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখওয়াত উল্লাহ জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ১০৩৫ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৪১৪ জন, হাইমচরে ৭৭ জন, মতলব উত্তরে ৭০ জন, মতলব দক্ষিণ ১১৩ জন, ফরিদগঞ্জে ১১০ জন, হাজীগঞ্জে ১০১ জন, কচুয়ায় ৪৬ জন, শাহরাস্তিতে ১০৪ জন।

তিনি আরও জানান, আজকে পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৬২ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৮ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন ও মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

এ সম্পর্কিত আরও খবর