স্বর্ণদ্বীপে শতাধিক বকের ছানা অবমুক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-29 08:30:20

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাজারে বিক্রি করার সময় শতাধিক বক ছানাকে জব্দ করে আবার সুস্থ করে বনাঞ্চলে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ দিন লালন পালন শেষে গতকাল শুক্রবার (৩ জুলাই) দুপুরে বক ছানাগুলোকে স্বর্ণদ্বীপের প্রাকৃতিক অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।

বক ছানাগুলোকে স্বর্ণদ্বীপের প্রাকৃতিক অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে

স্থানীয় সংবাদ কর্মী, আবদুল বারী বাবলু জানান, গত ২৩ জুন নোয়াখালীর স্বর্ণদ্বীপ থেকে ধবল বকের ছানাগুলোকে চুরি করে সুবর্ণচরের ছমিরহাট বাজার ও চরক্লার্ক বাংলাবাজারে বিক্রির সময় পরিবেশ রক্ষা কর্মী জহির উদ্দীন তুহিনসহ শতাধিক বকের ছানা তারা উদ্ধার করে। পরে সুবর্ণচর উপজেলা প্রশাসন ও বন বিভাগের মাধ্যমে এক কৃষকের কাছে বকের ছানাগুলোকে নিজে নিজে উড়তে পারা পর্যন্ত পালন করার জন্য রাখা হয়। এরই মধ্যে উদ্ধারের দশদিন পর বকের ছানাগুলো উড়তে শিখে গেলে গতকাল দুপুরে বন বিভাগের সহযোগিতায় ছানাগুলোকে অবমুক্ত করা হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল হাসান ইভেন জানান, দশদিন লালন পালন শেষে শুক্রবার দুপুরে স্বর্ণদ্বীপের প্রাকৃতিক অভয়ারণ্যে বক ছানা গুলো উড়তে পারার উপযুক্ত করে অবমুক্ত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর