কমলাপুর রেল স্টেশনে মশক নিধন কর্মসূচি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. ঢাকা | 2023-08-18 11:34:48

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর উদ্যোগে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এর তত্ত্বাবধানে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। ডেঙ্গু মশার উপদ্রব কমাতে কমলাপুর রেলস্টেশনে মশক নিধনে ঔষধ ছিটানো হয়।

শনিবার (৪ জুলাই) সকালে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে কমলাপুর রেলস্টেশনের মশার ওষুধ ছিটানোর এই কার্যক্রম চালনো হয়েছে।

এসময় রেলের যাত্রীরা যাতে নিরাপদে যাত্রা করতে পারে এবং ডেঙ্গু মশার হাত থেকে রক্ষা পায় সে জন্যই কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন প্লাটফর্মে , আশেপাশে বিভিন্ন জায়গায় মশা নিধনে ঔষধ ছিটানো হয়। তাছাড়া রেল স্টেশনের পাশে যেসব ঝোপঝাড় আছে সেখানেও সেটানা হয় এই ঔষধ।

এসময় উপস্থিত ছিলেন, পূর্বাঞ্চলের জিএম সরদার শাহাদাত আলী, বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক ঢাকা (ডিআরএম) এ এম সালাহ উদ্দীন,কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোঃ আমিনুল হকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর