রোগী দেখছেন করোনা আক্রান্ত ডাক্তার, ডায়গনস্টিক সেন্টার লকডাউন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-13 10:52:26

পটুয়াখালীতে করোনাভাইরাস পজিটিভ হওয়ার পরও ডাঃ মাহমুদুর রহমান শহরের নোভা ডায়গনস্টিক সেন্টারে তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখায় নোভা ডায়গনস্টিক সেন্টারকে লকডাউন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী এবং সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ উপস্থিত হয়ে অনির্দিষ্ট কালের জন্য ওই ডায়গনস্টিক স্টেন্টারটি তালাবন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী জানান, ডাঃ মাহমুদুর রহমান করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পরও তার চেম্বারে রোগী দেখে আসছিলেন। এর প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলায় অনির্দিষ্ট কালের জন্য নোভা ডায়গনস্টিক সেন্টারকে লকডাউন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর