কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-09-01 18:04:33

বিডিআর বিদ্রোহ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শেখ আশরাফ আলী ওরফে আহসান উল্লাহ (৬৯) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী থাকা অবস্থায় মারা গেছেন।

শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

মৃত শেখ আশরাফ নড়াইলের নড়াগাতী থানার দুলালগাতী গ্রামের মৃত আলাল উদ্দিন শেখের ছেলে।

কাশিমপুর কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ঢাকার নিউ মার্কেট থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শেখ আশরাফ আলী আজ ভোরে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর