বরিশাল বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ ১৪২ জন আক্রান্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-09 22:58:12

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪২ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে বরিশাল বিভাগে মোট তিন হাজার ১৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ জনের। আর সুস্থ হয়েছেন একহাজার ৭৯ জন।

নতুন শনাক্তদের মধ্যে সর্বোচ্চ শনাক্ত বরিশাল জেলায় ৬২ জন। পরবর্তীতে রয়েছে পটুয়াখালীতে ৩৪ জন, ভোলায় ১১ জন, পিরোজপুরে ১০ জন, বরগুনায় ১৭ জন, ঝালকাঠিতে ৮ জন রয়েছেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন ১৪২ জন আক্রান্তসহ বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত একহাজার ৬৬৩ জন, পটুয়াখালীতে ৪৭১ জন, ভোলায় ৩১৯ জন, পিরোজপুরে ২২৬ জন, বরগুনায় ২৭৮ জন ও ঝালকাঠিতে ২৪১ জন রয়েছেন।

ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল আরও জানান, করোনা পজিটিভ নিয়ে ৬৮ জনের মৃত্যুর মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২৫ জন, পটুয়াখালীতে ২২ জন, ঝালকাঠিতে আটজন, পিরোজপুরে পাঁচজন, ভোলায় চারজন ও বরগুনায় চারজন রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর