রমেক হাসপাতালে ইকুইপমেন্ট সংকট: রাঙ্গা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 13:43:21

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হাই-ফ্লো নেজাল ক্যানুলা ও হাই-ফ্লো অক্সিজেন মাস্কসহ বেশকিছু ইকুইপমেন্ট সংকট রয়েছে বলে জানিয়েছেন রমেকের পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেছেন, ‘হাই-ফ্লো নেজাল ক্যানুলা ও হাই-ফ্লো অক্সিজেন মাস্কসহ বেশকিছু ইকুইপমেন্ট সংকট রয়েছে। এখানে একটি পিসিআর ল্যাবে করোনা শনাক্তে যথেষ্ট নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এজন্য আরও একটি ল্যাব স্থাপন করা খুবই জরুরি। তা না হলে নমুনা পরীক্ষার জট বাড়তেই থাকবে।’

শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সামগ্রিক পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ রাঙ্গা বলেন, ‘রংপুর মেডিকেলে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সাথে ঝুঁকি নিয়েই কাজ করছেন। তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য অনেক রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন।’

করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সতর্ক হতে হবে জানিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘রংপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছেন। এর চেয়ে বেশি চেষ্টা করতে হবে প্রতিটি পরিবারের প্রধান ব্যক্তিকে। পারিবারিক সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ রোধে কাজ করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু, রংপুর চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, করোনা ইউনিটের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির নোমান প্রমুখ।

এর আগে সকালে পল্লীনিবাসে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত ও নির্মাণাধীন সমাধি কমপ্লেক্সের কাজ পরিদর্শন করেন মসিউর রহমান রাঙ্গা। এসময় রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর