করোনা: মতলবে আইসিডিডিআরবির ২৯ জনই সুস্থ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-08-27 10:49:37

চাঁদপুরের মতলবে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) হাসপাতালের কোভিড-১৯ (করোনা) আক্রান্ত হওয়া ২৯ জনই সুস্থ হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে আইসিডিডিআরবির মতলব কার্যালয় কর্তৃপক্ষ। এ হাসপাতালের ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদের মধ্যে ডাক্তার, কর্মকর্তা/কর্মচারী ও তাদের স্বজনসহ ২৯ জনের শরীরে করোনা পজিটিভ সংক্রমণ পাওয়া গিয়েছিল। তারা প্রত্যেকেই চিকিৎসাসেবা নিয়ে বর্তমানে সুস্থ হয়েছেন।

এখানে ২৯ জন করোনা আক্রান্তের মধ্যে ১১ জন স্টাফ ও বাকি ১৮ জন তাদের আত্মীয়-স্বজন। স্বাস্থ্যবিধি মেনে সবাই চিকিৎসাসেবা নিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন।

মতলব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল জানান, ওই হাসপাতালের যেসব কর্মকর্তা-কর্মচারী ও স্বজনদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল, চিকিৎসা শেষে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, ‘ গত ১৪ এপ্রিল আইসিডিডিআরবির একজন চিকিৎসকের শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে তা ২৯ জনে গিয়ে দাঁড়ায়। তারা বর্তমানে সবাই সুস্থ রয়েছেন। করোনা সংক্রমণ রোধে শুরু থেকেই আমরা সতর্ক রয়েছি।’

এ সম্পর্কিত আরও খবর