পদ্মার তীব্র স্রোতে টঙ্গীবাড়ীর সড়ক ভেঙে গেছে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সীগঞ্জ | 2023-08-06 18:57:06

পদ্মার তীব্র স্রোতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-কামারখাড়া সড়কটি ভেঙে গেছে। এছাড়া ওই সড়কের পাশে অবস্থিত ভাঙ্গনীয়া কবরস্থানের সম্মুখের একটি অংশ ভেঙে গেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

মূলত গত কয়েকদিনে পদ্মা নদীর পানি বেড়েছে। রয়েছে তীব্র স্রোত। আর এই তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-কামারখাড়া সড়কটি ভেঙে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। এছাড়া ভাঙ্গনীয়া কবরস্থানের সম্মুখের একটি অংশ ভেঙে গেছে।

এদিকে রোববার সকালে টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার জানান, আপাতত ভাঙন স্থানে বালু ভর্তি বস্তা ও গাছের ডাল ফেলা হচ্ছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, সড়কটি দ্রুত মেরামত করা হবে।

এ সম্পর্কিত আরও খবর