‘গুজব ছড়িয়ে শিল্পী ও তার পরিবারের প্রতি অবিচার করবেন না’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-28 09:08:14

‘বারবার মৃত্যুর গুজবে জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের পরিবার অত্যন্ত মর্মাহত ও হতাশ’ বলে জানিয়েছেন শিল্পীর দেখাশোনার দায়িত্বে থাকা শফিকুল আলম বাবু।

সূত্র ছাড়াই এমন গুজব ছড়ানোয় ক্ষুব্ধ তিনি নিজেও। শিল্পীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন শফিকুল ইসলাম বাবু। বলেছেন, ‘সূত্র ছাড়াই এমন খবর যারা ছড়িয়ে দিলেন বা দিচ্ছেন, তারা শিল্পী ও তার পরিবারের প্রতি কী অবিচার করছেন না?

রোববার (৫ জুলাই) বিকেলে শফিকুল ইসলাম বাবু বার্তা২৪.কম-কে এসব কথা বলেন। তিনি বলে, ‘আজ আবারও যে খবরটি ছড়ানো হলো, তাতে শিল্পীর পরিবারকে খুবই মর্মাহত করেছে। ভক্তরা তাকে ভালোবাসেন এটা ঠিক, সত্যিই যদি ভালোবেসে থাকেন; তবে দয়া করে গুজব ছড়াবেন না।’

তিনি বলেন, ‘আমি একটা ব্যাপার বুঝলাম না। যে নিউজ বা তথ্যটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়া হলো- সেটার সূত্র কী? সূত্র ছাড়াই এমন খবর যারা ছড়িয়ে দিলেন বা দিচ্ছেন, তারা শিল্পী ও তার পরিবারের প্রতি কী অবিচার করছেন না? প্লিজ এমন খবর দিবেন না! উনি আমাদের মাঝে বেঁচে থাকুক, প্রিয় মানুষের এমন খবর দিতে চাই না!’

শফিকুল ইসলাম বাবু আরও বলেন, ‘বিদেশ থেকে দেশে ফিরে রাজশাহীতে আসার পর কোন সময়ই একেবারে স্বাভাবিক ছিলেন না তিনি। কখনও বেশ ভাল অনুভব করেন, আবার কখনও খারাপ অনুভব করেন। তবে তাঁকে অক্সিজেনে রাখা বা আইসিইউতে নেওয়া হয়নি।’

গত দুই দিন এন্ড্রু কিশোরের শরীরের বেশ অবনতি হয় জানিয়ে তিনি বলেন, ‘তার মানে এই নয় যে তিনি খুবই সংকটাপন্ন। আবার এটাও নয় যে একেবারে সুস্থ-স্বাভাবিক। তিনি এখন বাড়িতে নিজ কক্ষে ঘুমাচ্ছেন। স্বাভাবিক চিকিৎসা ও সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে। একজন সাধারণ মানুষও বুঝবেন- একজন রোগীকে কখন স্বাভাবিক চিকিৎসা দেয়া হয়।’

এন্ড্রু কিশোরের প্রতিষ্ঠিত ‘ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ’ এর সাধারণ সম্পাদক খোকন শিল্পীর বাড়িতে অবস্থান করছেন। তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘রাজশাহীতে আসার পর থেকে শিল্পী লোকচক্ষুর আড়ালে থাকছেন। খুব পারিবারিক অর্থাৎ নিজের ভাই-বোন ছাড়া কারও সাথে তিনি কথা বলছেন না। তবে আমরা তাঁর সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি।’

তিনি আরও বলেন, ‘আজ দুপুরে হুট করে কে বা কারা এমন খবর রটালো সেটা বোধগম্য নয়। তাদের উদ্দেশ্য কী? একজন গুণী মানুষকে আর কতবার মৃত্যুর গুজব রটাবেন! হ্যাঁ, তিনি অসুস্থ। তিনি যে ধরনের রোগী স্বাভাবিকভাবে শারীরিক অবস্থার ভাল-খারাপ ওঠা-নামা করে। তাই বলে এমন গুজব ছড়াবেন! ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এটা করা মোটেও উচিত নয়।’

২০১৯ সালের সেপ্টেম্বরে ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছিলেন এন্ড্রু কিশোর। এরপর দুই দফা তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। এবার আরও একদফা সামাজিক মাধ্যমে জনপ্রিয় এ শিল্পীর মৃত্যুর গুজব ছড়ানো হয়।

সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর এন্ড্রু কিশোরের রাজশাহীর বাড়ির সামনে ভিড় করে গণমাধ্যম কর্মীরা। উৎসুক সাধারণ মানুষও সেখানে ছুটে যায়। পরে পরিবারের সদস্যদের অনুরোধে সেখান থেকে সরে যায় সকলে।

গত ১১ জুন সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন এন্ড্রু কিশোর। ঢাকার বাসায় বেশকিছু দিন অবস্থান করে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে তিনি রাজশাহীতে চলে যান। মহানগরীর মহিষবাথান এলাকায় তাঁর বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে থাকছেন তিনি।

এন্ড্রু কিশোরকে বলা হয় ‘প্লেব্যাক সম্রাট’। ১৯৭৭ সালে মেইল ট্রেন চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মাধ্যমে তার প্লেব্যাক যাত্রা শুরু। যদিও ১৯৭৯ সালে মুক্তি পাওয়া প্রতিজ্ঞা সিনেমার ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা লাভ করেন এন্ড্রু কিশোর।

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলা চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করেছে প্লেব্যাক করে। পেয়েছেন ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এ সম্পর্কিত আরও খবর