রাঙ্গামাটিতে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৩৮৫ জন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 00:36:25

রাঙামাটিতে আরো ২২ জন করোনা পজেটিভ রোগী হিসেবে শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, রোববার বিকালে সিভাসু হতে আসা রিপোর্টে এই নতুন ২২ জন পজেটিভ রোগীর তথ্য পাওয়া যায়।

২২ জনের মধ্যে সদর হতে ১০ জন, বিলাইছড়ি হতে ৪ জন, কাপ্তাইয়ের ৬ জন ও কাউখালী হতে ২ জন আছেন বলে নিশ্চিত করেছেন তিনি। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৫ জন।

পাশাপাশি কাপ্তাই উপজেলা হতে ১০ জন, সদর হতে ১৬ জন ও রাজস্থলী হতে ১ জনের সুস্থতার তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস। এতে করে রাঙ্গামাটিতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মোতাবেক বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৭৬ জন, আইসোলেশনে আছেন ৬ জন এবং এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন।

এ সম্পর্কিত আরও খবর