বগুড়ায় আরও ৮৬ জন করোনা রোগী সুস্থ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-31 19:42:26

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ জন। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।

সোমবার (৬ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৬ জন পজিটিভ। টিএমএসএস মেডিকেল কলেজে ১৯৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪২ জন পজিটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৪৭ জন, শাজাহানপুরে ৬ জন, শেরপুরে ১২ জন, শিবগঞ্জে ২ জন এবং কাহালুতে ১ জন রয়েছেন।

এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৩৩৭৫ জন। নতুন করে ৮৬ জনসহ সুস্থ হয়েছেন ১০২৩ জন। মারা গেছেন মোট ১২ জন।

অপরদিকে বগুড়া পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, সুত্রাপুর, মালতিনগর, জলেশ্বরীতলা, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনি রেড জোন এলাকায় ২১ দিনের লকডাউন শেষ হচ্ছে আজ সোমবার। ওই সব এলাকায় লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সুপারিশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর