ত্রিভুন ট্র্যাজেডি : তদন্তে সহায়তা করবে বিমান নির্মাণ সংস্থা

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-09-01 19:38:15

মাত্র এক দিনের ব্যবধানে কানাডিয়ান কোম্পানি বোমবারডিয়রের তৈরি দুইটি বিমান বিধ্বস্ত হয়ে প্রায় ৬০ জন নিহত হয়েছেন। গত সোমবার নেপালে ইউএস-বাংলা এয়ারলাইনসের কিউ ৪০০ টার্বোপ্রোপ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশের ৫০ যাত্রী। আর তার আগের দিন রোববার ইরানে একই কোম্পানির একটি ব্যক্তিগত জেট বিধ্বস্ত হয়ে মারা যান তুরস্কের ১১ নাগরিক। পরপর এমন দুর্ঘটনার কারণে সমালোচনার মুখে পড়া কোম্পানিটি জানিয়েছে, তাদের এয়ার সেফটি ইনভেস্টিগেশন অফিস এসব দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সব ধরনের সহায়তা দেবে। বোমবারডিয়র বলছে, ২০০০ সালে সেবা শুরু করার পর থেকে তাদের তৈরি বিমান উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে ব্যবহারকারিদের আস্থা রেখেছে ৯৯ দশমিক ৫ শতাংশ। এক বিবৃতিতে নেপালের দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কোম্পানিটি বলেছে, কাঠমান্ডুর এই ভয়াবহ ঘটনায় তাদের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীই শোকাহত। বিবৃতিতে বলা হয়েছে, কিউ ৪০০ টার্বোপ্রোপ মডেলের বিমানটি মূলত অভ্যন্তরীণ ও আঞ্চলিক ফ্লাইট পরিচালনের জন্যই বিশেষভাবে তৈরি। এগুলো দিয়ে ফ্লাইট চালানো সংশ্লিষ্ট সব সনদ নেওয়া হয়েছে। কোম্পানিটির মুখপাত্র নাটালি সিফেনফেট বলেছেন, তাদের তরফ থেকে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ও একজন ফিল্ড অফিসার মঙ্গলবার সকালেই নেপালের উদ্দেশ্যে কানাডা ছেড়েছেন। এদিকে পরপর এই বিমান বিধ্বস্তের ঘটনাকে কাততালীয় হিসেবে উল্লেখ করেছেন কোম্পানিটির যোগাযোগ ও জনসংযোগ কর্মকর্তা মার্ক মাসলুক। তিনি বলেছেন, কিউ ৪০০ টার্বোপ্রোপ বা ড্যাশ ৮ মডেলের কমপক্ষে ৫০০ বিমান রয়েছে। ৬০টি এয়ারলাইনসের অধীনে বিশে^র ৯০টি দেশে এগুলো চলাচল করে। তিনি দাবি করেন, ২০০০ সালের পর থেকে এই মডেলের বিমানে কমপক্ষে পাঁচ কোটির বেশি যাত্রী বহন করা হয়েছে। তবে দুর্ঘটনার ইতিহাস বলছে ভিন্ন কথা। ২০০৭ সালে কিউ ৪০০ টার্বোপ্রোপ মডেলের একটি বিমান দক্ষিণ কোরিয়ায় উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়। তবে কাকতালীয়ভাবে সেই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বছরই ডেনমার্কে এই কোম্পানির তৈরি একটি বিমান জরুরি অবতরণে বাধ্য হয়। তখন ৫ আরোহী সামান্য আহত হয়। ওই ঘটনার পর থেকে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে বন্ধ রয়েছে এই মডেলের বিমান চলাচল। একই বছর জাপানে একবার ঝামেলার মধ্যে পড়ে বোমবারডিয়রের কিউ ৪০০ টার্বোপ্রোপ মডেলের বিমান। হঠাৎ করেই ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে যায় উড়োজাহাজটির। তবে শেষ পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা তাতে ঘটেনি। তবে ২০০৯ সালে নিউইয়র্ক এর বাফেলো শহরের কাছাকাছি বোমবারডিয়রের এই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৫০ জন নিহত হন। তখন ওই ঘটনায় পাইলটকে দায়ী করা হয়।

এ সম্পর্কিত আরও খবর