ময়মনসিংহে করোনায় সুস্থতার হার ৬৫ শতাংশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-26 09:02:50

ময়মনসিংহ জেলায় নতুন করে আরও ৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৯ জনে। অপরদিকে নতুন করে ১৪৪ জনসহ এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৩৬৯ জন। জেলায় করোনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৫৩ শতাংশ।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাবে জেলার ২২৮ জন ব্যক্তির নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যেখানে সিটি করপোরেশন ও সদরের ২৬ জন, ঈশ্বরগঞ্জে ৫ জন, ফুলবাড়িয়া ও মুক্তাগাছায় ২ জন করে এবং ফুলপুর ও তারাকান্দায় ১ জন করে রয়েছেন। এতে মোট শনাক্ত ২ হাজার ৮৯ জন, শনাক্তের হার ১০ দশমিক ৬৮ শতাংশ।

অপরদিকে, জেলায় এ পর্যন্ত ২৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। যা মোট শনাক্তের ১ দশমিক ১৪ শতাংশ।

সিভিল সার্জন আরও জানান, জেলাতে এ পর্যন্ত স্বাস্থ্যকর্মী আক্রান্তের সংখ্যা ৩৪৩ জনের বিপরীতে সুস্থ হয়েছেন ২৭৯ জন। স্বাস্থ্যকর্মী সুস্থতার হার ৮১ দশমিক
১৩ শতাংশ।

 

এ সম্পর্কিত আরও খবর