রংপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 14:19:49

রংপুরে পুকুর, খাল ও নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনে জড়িত চারজনকে ২ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে মিঠাপুকুর উপজেলার রানীপুকুরে সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এতে মিঠাপুকুর থানা পুলিশ সহযোগিতা করে।

অভিযানে রানীপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে জড়িত চার ব্যক্তিকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বালু ও মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ভেকু, ড্রেজার মেশিন ও উত্তোলনকৃত বালু জব্দ করে প্রশাসন। অভিযুক্তদের কাছ থেকে অর্থ জরিমানা আদায় শেষে তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর