ভেজাল গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-31 20:29:23

কুষ্টিয়ায় গুড়ের কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুলাই) সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায় সৌখিন সাহার একটি গুড়ের কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী।

তিনি বলেন, ‘হরিনারায়ণপুর এলাকার ওই কারখানায় কেমিক্যাল, চিনি, ডালডা, গুড় মিশিয়ে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে তৈরি করছিল ভেজালগুড়। গুড়ের কারখানায় চিনির গোডাউন! ১২৫ বস্তা চিনি, ১৫ বস্তা আটা ও ৩৪ কোলা গুড় একটি ঘুটঘুটে অন্ধকার কক্ষে রাখা হয়েছে। সেসব গুড়ের মধ্যে পোকা পাওয়া যায়। ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৩ ধারায় গুড়ের কারখানা মালিক সৌখিন সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘কুষ্টিয়ার জেলা প্রশাসকের নির্দেশনায় কুষ্টিয়াতে ভেজাল রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর