প্লাজমা দিতে কুমিল্লার ২৭ পুলিশ সদস্য ঢাকায়

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-09-01 10:52:52

প্রাণঘাতী করোনাভাইরাসকে জয় করে কুমিল্লা জেলা পুলিশের ২৭ জন সদস্য প্লাজমা দিতে এখন ঢাকায় গেছেন। করোনা জয়ী ওই পুলিশ সদস্যরা বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে করোনায় আক্রান্ত রোগীদের জন্য প্লাজমা ডোনেট করবেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে তারা কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা করেন।

এর আগে সকাল ১১টার দিকে কুমিল্লা পুলিশ লাইন্সে শহীদ আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্লাজমা দান করতে যাওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যরা সব সময় সম্মুখ যোদ্ধা। দেশের ক্রান্তিলগ্নে কুমিল্লা জেলার সাধারণ মানুষকে সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ তারা করোনা জয় করেছেন। এখন তারা আবার প্লাজমা ডোনেট করতে যাচ্ছেন। নিঃসন্দেহে বিষয়টি পুলিশের জন্য গৌরবের। যত ঝুঁকিপূর্ণ হউক দায়িত্ব পালনে পুলিশ পিছপা হবে না বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর