মিসরাইয়ে বিএসআরএম কারখানা থেকে গ্রেনেড উদ্ধার

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মিরসরাই, চট্টগ্রাম | 2023-08-27 12:41:21

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের মিরসরাইয়ের সোনাপাহাড় কারখানা থেকে একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে বুধবার সন্ধ্যায় গ্রেনেডটি সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করে।

জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টায় উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকায় বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের কারখানায় স্ক্যাপের কাঁচামালের সঙ্গে একটি তাজা গ্রেনেড দেখতে পান শ্রমিকরা। পরে বিষয়টি বিএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। বুধবার বিকেলে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম গ্রেনেডের অবস্থান নিশ্চিত হয়ে সিএমপির কাউন্টার টেরোরিজমকে জানান।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, বিকেল তিনটার দিকে বিএসআরএম কারখানা থেকে থানায় একটি বোমা পাওয়ার খবর জানানো হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে লোহার রড তৈরির কাঁচামালের মধ্যে একটি গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পাই। পরে বিষয়টি সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিজপোজাল সদস্যদের খবর দেয়া হলে তারা এসে সন্ধ্যায় গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর