রংপুর বিভাগে বজ্রপাতে একদিনে ৮ জনের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-11 11:24:25

রংপুর বিভাগের চার জেলায় বজ্রপাতে একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরে চার, গাইবান্ধায় দুই, লালমনিরহাটে এক ও কুড়িগ্রামে এক জন। এছাড়া বজ্রপাতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

রংপুরে নিহতরা হলেন- নগরীর দর্শনা ভূরারঘাট দূর্গাপুর মহালটারির হাজী মোবারক আলী (৬২), আক্কেলপুর গ্রামের এনামুল হক (৩৫) ও বদরগঞ্জ উপজেলার নাগেরহাটের মোশাররফ হোসেন (৩৮) এবং পীরগাছা উপজেলার ছওলার ইউনিয়নের গাবুড়া গ্রামের জিয়াউর রহমান জিয়া মন্ডল (৩৮) ।

রংপুর
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে তিনজন এবং বিকেলে আরও একজনের মৃত্যু হয়। নিহতের মধ্যে মোবারক আলী সাবেক ইউপি সদস্য, এনামুল, মোশাররফ ও জিয়া মন্ডল কৃষক।

স্থানীয়রা জানান, কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ওই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এছাড়া পীরগাছার তিস্তার চরের গাবুড়া গ্রামে বিকেলে বজ্রপাতে ৮ জন আহত হয়েছেন। একই সময়ে গ্রামের অন্তত ৫০টি বাড়ির বিদ্যুৎ মিটার বিস্ফোরিত হয়েছে।

কুড়িগ্রাম
এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল আউয়াল (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উত্তর বলদিয়া খোঁচাবাড়ী গ্রামের খয়বর আলীর ছেলে। ওই ঘটনায় নজরুল নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছে।

লালমনিরহাট
জেলার কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মোতালেব হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টায় ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরে এ ঘটনা ঘটে।

গাইবান্ধা
জেলার ফুলছড়ির চর কাবিলপুরে বজ্রপাতে কৃষক শফিকুল ইসলাম (৩০) ও রাকিব হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তারা দু'জন সম্পর্কে বাবা-ছেলে। কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করে বার্তা২৪.কম-এর জেলা প্রতিনিধিরা।

এ সম্পর্কিত আরও খবর