উত্তরা ইপিজেডের ২৩ শ্রমিকসহ ৪৯ জন করোনা আক্রান্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-28 07:51:13

নীলফামারী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৯ জনের করোনাভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টায় জেলা সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন বার্তা২৪.কমকে এর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাস্থ্য বিভাগের পিসিআর ল্যাব থেকে পাওয়া ফলাফল অনুযায়ী বৃহস্পতিবার জেলায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তন্মধ্যে নীলফামারী সদর উপজেলার উত্তরা ইপিজেডস্থ ম্যাজেন বিডি লিমিটেডের ২০ জন শ্রমিক, ভ্যানচুড়া কোম্পানীর ৩ জন শ্রমিক, নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলীসহ উপজেলার বিভিন্ন স্থানের আরো ১৯ জন। এ ছাড়া জলঢাকা উপজেলা হাসপাতালের নার্স ও আয়াসহ ৪ জন, সৈয়দপুর উপজেলার ২ জন ও কিশোরগঞ্জ উপজেলার ১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭৫ জন, সুস্থ হয়েছে ৩২০ জন, মৃত্যুবরণ করেছে এক নারীসহ ৮ জন।

উল্লেখ্য, ২০০১ সালের জুলাই মাসে ২১২ একর জমির ওপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গাপীড়িত নীলফামারীর সংগলসী ইউনিয়নে উত্তরা ইপিজেড প্রতিষ্ঠা করেন। বর্তমানে ৩০টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ২৩টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। বাস্তবায়নাধীন রয়েছে বাকী ৭টি প্রতিষ্ঠান। উত্তরা ইপিজেডে মোট ৩৫ হাজার শ্রমিক কাজ করে, যার অধিকাংশই নারী।

এ সম্পর্কিত আরও খবর