পাচার করা তেল উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 14:43:41

ঈশ্বরদীর মাঝগ্রাম রেলগেটের ২০০ গজ পূর্বে রেললাইনের পাশ হতে একটি ইজিবাইকসহ ট্রেনের ইঞ্জিন থেকে পাচার করা দুই বস্তা তেল উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

শুক্রবার (১০ জুলাই) ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ মো. ফিরোজ আহমেদ বিষয়টি বার্তা২৪.কমকে জানিয়েছেন।

এসময় তিনি বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে আমরা ইজিবাইক সহ পাচার করা দুই বস্তা (১৪০ লিটার) তেল উদ্ধার করি। এসময় প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে এবং আরএনবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা তেল এবং ইজিবাইক ফেলে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি ম্যাংগো স্পেশাল ট্রেন থেকেই পাচার করার উদ্দেশ্যে এই তেল চুরি করা হয়েছে। কারণ যে সময়ে এই তেল উদ্ধার করা হয়, ওই সময়ের মধ্যে এই রুট দিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন গিয়েছে। তবে আমরা এখনও নিশ্চিত নই।

এ সম্পর্কিত আরও খবর