ময়মনসিংহে নতুন ৩৭ জনের করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 01:00:24

ময়মনসিংহে নতুন করে আরও ৩৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৮৪ জন।

শুক্রবার (১০ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাবে জেলার ২৪৪ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়। যেখানে সিটি করপোরেশন ও সদরে ১১, ফুলপুর ৯, মুক্তাগাছা ৭, ভালুকা ৩, ফুলবাড়িয়া ও ত্রিশালে ২ জন করে এবং ধোবাউড়া, গফরগাঁও ও হালুয়াঘাট উপজেলার ১ জন করে রয়েছেন।

জেলায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে ভর্তি ২৫, হোম আইসোলেশনে আছেন ৫৭৫ জন এবং ১০ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আক্রান্তদের মধ্যে নতুন পাঁচজনসহ মোট ১ হাজার ৫৫০ জন সুস্থ। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের।

এ সম্পর্কিত আরও খবর