করোনা: বগুড়ায় সাড়ে চার মাসে আক্রান্ত ৩৬৫৬, সুস্থ ১৬৯৯

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-26 20:49:13

বগুড়ায় গত সাড়ে চার মাসে করোনায় মোট সংক্রমিত ৩ হাজার ৬৫৬ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৯৯ জন। আর মারা গেছেন ৬৭ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৮৯০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১৮ জন ও শিশু ৫ জন।

শনিবার (১১ জুলাই) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল হক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৩ জন পজিটিভ। টিএমএসএস মেডিকেল কলেজে ৬৯টি নমুনা পরীক্ষা করে ২৫ জন পজিটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৩০ জন, শেরপুরে ৪ জন, গাবতলীতে ৪ জন, শিবগঞ্জে ৩ জন, আদমদীঘিতে ৩ জন, শাজাহানপুরে ২ জন, কাহালু ও সারিয়াকান্দিতে ১ জন করে রয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত বগুড়া জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৮৩৯টি। ফলাফল পাওয়া গেছে ১৯ হাজার ৪৮০টির।

এ সম্পর্কিত আরও খবর