চেকপোস্টে র‌্যাব দেখে ইয়াবা ফেলে দৌড়!

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 05:40:19

শুক্রবার দিবাগত রাত দেড়টা। ইয়াবার একটি চালান কুমিল্লা থেকে ঢাকার হেমায়েতপুর যাচ্ছে। এমন খবরে রাজধানীর শ্যামলীতে নিরাপত্তা চৌকি বসায় র‌্যাব।

প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছে। এমন সময় একটি সিএনজি থেকে তিনজন ব্যক্তি নেমে দৌড় দেয়। র‌্যাব সদস্যরাও তাদের পিছু নেয়। কিছুদূর যাবার পর দুইজনকে আটক করা হয়। এসময় বাকি একজন পালিয়ে যায়। পরে আটক দুজনের ব্যাগ তল্লাশি করে ১১হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন- মোহাম্মদ হৃদয় হোসেন ও মোহাম্মদ আনাস। আর পালিয়ে যাওয়া ব্যক্তির নাম হেলাল।

শনিবার (১২ জুলাই) সকালে বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন।

তিনি বলেন, রাতে চোকপোস্টে গাড়ি তল্লাশির সময় ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজন পালিয়ে গেছে। চক্রটি ইয়াবার চালান কুমিল্লা থেকে ঢাকার হেমায়েতপুর নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর