বন্যা-করোনা মাথায় নিয়ে উপনির্বাচনে বাধ্য হচ্ছি: সিইসি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-25 10:52:54

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘বন্যা, বৃষ্টি ও করোনাভাইরাস পরিস্থিতি মাথায় নিয়ে আমরা নির্বাচন করতে বাধ্য হচ্ছি। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই।’

শনিবার (১১ জুলাই) বিকেলে বগুড়া-১ শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন থেকে সরে যাওয়া বিএনপির ঘোষণা কার্যকর হবে না। এখন তাদের সরে যাওয়ার সুযোগ নেই। ভোট কেন্দ্রে তাদের প্রতীক থাকবে। ভোটাররা চাইলে ভোট দিবেন।’

স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘ভোট নিরপেক্ষ হবে এতে কোনো সন্দেহ নাই। যেকোনো ধরনের অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য নির্বচন কমিশন সবধরনের উদ্যোগ নিবে।’

এছাড়া করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রতিটি ভোট কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার রাখার ব্যবস্থা করা হবে বলেও জানান সিইসি।

বগুড়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন (অব.)।

জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাহসহ আইন শৃঙ্খলাবাহিনী অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর