বিভিন্ন গ্রামে প্রবেশ করছে কুশিয়ারা-কালনীর পানি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-08-27 12:29:42

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের ভারী বর্ষণের কারণে হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী ও কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।

রোববার (১২ জুলাই) বিকেলে কুশিয়ারার পানি আজমিরীগঞ্জ ও পাহাড়পুর অংশে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মার্কুলি অংশে এখন পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, কুশিয়ারা ও কালনী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন গ্রামে প্রবেশ করছে। এতে প্লাবিত হয়েছে উপজেলার ৫টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন স্থানের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। আবার কোথাও কোথাও ঝুঁকি নিয়েই ছোট যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আজমিরীগঞ্জ সদর থেকে ২নং বদলপুর ইউনিয়নের হিলালপুরের সড়কের উপরে হাঁটু পানি, কাটাখালী সড়কের উপর দিয়ে পানি প্রবল বেগে হাওরে প্রবেশ করছে। এছাড়া পাহাড়পুর-কাদিরগঞ্জ সড়কের নিকলীর ঢালার অংশ, আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কের সৎসঙ্গ আশ্রম অংশ, ভাটি সমীপুর-কুমার হাটি সড়কের বিভিন্ন অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে। প্রবল বেগে পানি প্রবেশ করার কারণে আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষদের মধ্যে। ইতোমধ্যে নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত জানান, সড়কগুলো হাওরের কাছে ও একদম নিচু হওয়ার কারণে তলিয়ে গেছে। তবে কোথাও বাঁধের কোনো সমস্যা হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর