আদাবরে নকল হ্যান্ড স্যানিটাইজারের ফ্যাক্টরির সন্ধান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 06:17:25

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে নকল হ্যান্ড স্যানিটাইজার ফ্যাক্টরির সন্ধান পেয়েছে র‍্যাব। সেখানে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলনের বোতল জব্দ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে এই অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

পলাশ বসু বার্তা২৪.কমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর আদাবরে একটি ভবনের কথা জানতে পারি। সেখানে অভিযান চালিয়ে নকল ফ্যাক্টরির সন্ধান মেলে। অভিযানে এসে বিপুল সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার স্যাভলনের বোতল জব্দ করি।

আবার হ্যান্ড স্যানিটাইজার ও স্যাভলন তৈরির উপকরণ দেখি। যা সবগুলো অস্বাস্থ্যকর ও বিজ্ঞানিক প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। অবৈধ্য ভাবে টাকা উপার্জন ও মানুষ ঠকানোর জন্য এগুলো তৈরি করা হচ্ছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযান এখনো চলছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান শেষে গ্রেফতার জরিমানা এবং ফ্যাক্টরি সিলগালা করে দেবে।

এ সম্পর্কিত আরও খবর