রাজবাড়ীতে করোনা রোগীর সংখ্যা ৭০০ ছাড়ল

, জাতীয়

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-08 17:42:50

রাজবাড়ীতে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তের তালিকাতে প্রশাসন, সরকারি চাকুরীজীবি, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে।

রোববার (১২ জুলাই) রাজবাড়ীতে একদিনে ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২৭ জনে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৬ জন এবং মারা গেছেন ৪ জন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, ৮ ও ৯ জুলাই মোট ১৪৫ জনের রিপোর্ট হাতে পেয়েছি আজ। এর মধ্যে ৪০ জনের করোনা পজেটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৩ জন, বালিয়াকান্দি উপজেলায় ১ জন, পাংশা উপজেলায় ১২ জন, কালুখালী উপজেলায় ৪ জন। গোয়ালন্দ উপজেলাতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

এ সময় তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসারত আছেন ৩৩৩ জন, হাসপাতালে ভর্তি আছে ৩৯ জন।

রাজবাড়ী থেকে এ পর্যন্ত মোট স্যাম্পল পাঠানো হয়েছে ৫ হাজার ৩৬৭, স্যাম্পল রিপোর্ট পাওয়া গিয়েছে ৫ হাজার ২৯০ এবং স্যাম্পল রিপোর্ট পেন্ডিং আছে ৫৭ জনের।

এ সম্পর্কিত আরও খবর