রাজবাড়ীতে করোনায় এক নারীর মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-27 08:45:59

রাজবাড়ীর সদরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেখা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

রেখা বেগমের মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস।

রোববার (১২ জুলাই) রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানান।

মৃত রেখা বেগম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মো: লুৎফর রহমানের স্ত্রী। তারা ফরিদপুরের বোয়ালমারী বাসিন্দা। রাজবাড়ীতে শ্রীপুর এলাকায় একটি ভাড়া বাসায় তারা বসবাস করত।  স্বামী-স্ত্রী দুজনেই করোনায় আক্রান্ত তারা।

করোনার উপসর্গ থাকায় ৮ই জুলাই তারা রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা দেন। রোববার (১২ই জুলাই) বিকালে প্রাপ্ত রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। 

শহরের শ্রীপুরের ভাড়া বাসায় আইসোলেশনে থাকা লুৎফর রহমান শিকদারের স্ত্রী রেখা বেগমের জ্বর-কাশি ও শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত সোয়া ৯টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফরহাদ তাকে মৃত ঘোষণা করেন। মৃত রেখা বেগম ২সন্তানের জননী।

এ ব্যাপারে সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ দীপক কুমার বিশ্বাস বলেন, করোনা পজেটিভ ওই নারীকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়েছিল।

এদিকে ১২ই জুলাই নতুন করে রাজবাড়ীতে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৭ জনে। এর মধ্যে মারা গেলেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৩৬৫ জন।

এ সম্পর্কিত আরও খবর