নোয়াখালীতে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-29 03:54:15

নোয়াখালীতে একদিনে নতুন করে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছে ১৫ জন।

এনিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭১ জন, মৃত্যু হয়েছে ৫৫ জনের ও সুস্থ হয়েছেন ১৫৫৬ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় বিষয়টি মোবাইলফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২০ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৪০ জন।

নোয়াখালী সদরে সর্বোচ্চ ৭৫৬ জন, বেগমগঞ্জে ৭০২ জন, চাটখিলে ১৫১ জন, সোনাইমুড়ীতে ১৪১ জন, কবিরহাটে ২৯১ জন, কোম্পানীগঞ্জে ১৬৭ জন, সেনবাগে ১১৫ জন, হাতিয়ায় ৭১ জন ও সুবর্ণচরে ১৭৭ জনসহ মোট জেলায় ২ হাজার ৫৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত।

এ সম্পর্কিত আরও খবর