ঘণ্টায় প্রায় ৩ সেন্টিমিটার পানি বাড়ছে যমুনার আরিচা পয়েন্টে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-25 22:15:44

ঘণ্টায় প্রায় ৩ সেন্টিমিটার পানি বাড়ছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টের যমুনা নদীতে। এতে যমুনা নদীর পানিতে প্লাবিত হচ্ছে মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর এবং ঘিওর উপজেলার নিম্নাঞ্চল।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা নদীর আরিচা পয়েন্টে পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির স্তর পরিমাপক ফারুক আহম্মেদ।

যমুনা নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে

এসময় তিনি বার্তা২৪.কম-কে বলেন, যমুনা নদীর আরিচা পয়েন্টে পানির নির্ধারিত বিপৎসীমা হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। দুপুর ১২টা পর্যন্ত যমুনা নদীর পানি রেকর্ড করা হয় ৯ দশমিক ৩৫ সেন্টিমিটার। যা এখনো বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

তবে সোমবার বিকেল থেকে প্রতি ঘণ্টায় ২ থেকে ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর আরিচা পয়েন্টে। বিকেল ৩টায় ফের পানির পরিমাপ করা হলে বিপৎসীমার ওপরে যমুনার পানি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর