যশোর-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-13 10:03:39

যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

এই আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও যশোর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ন কবির বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

যশোর-৬ আসনের উপনির্বাচনে ৭৯টি কেন্দ্রের ৩৭৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই লাখ তিন হাজার ১৮ জন ভোটার ভোট প্রদান করেন।

যশোর জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির জানান, প্রাথমিক হিসাবে ৬০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যথা সময়ে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে জাপা প্রার্থী হাবিবুর রহমান ও নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া গত ৫ জুলাই নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা যান। এরপর যশোর-৬ আসনটি শূন্য হয়। গত ২৯ মার্চ এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়। আজ ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর