আরিচায় যমুনার পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপরে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-24 14:34:52

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির স্তর পরিমাপক ফারুক আহম্মেদ।

তিনি জানান, আরিচা পয়েন্টে যমুনা নদীর পানির বিপৎসীমা হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। মঙ্গলবার বিকেল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি ৯ দশমিক ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপরে।

এদিকে যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে মানিকগঞ্জের নিম্নাঞ্চল শিবালয়, দৌলতপুর এবং ঘিওর উপজেলার বিভিন্ন এলাকার নদ-নদী ও খাল-বিলে পানি প্রবেশ করছে।

এতে করে জেলার প্রায় ৪ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর