হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে সাহেদকে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 16:30:25

বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে সাতক্ষীরায় গ্রেফতার করেছে র‍্যাব।

অভিযান শেষে আভিযানিক দলের সঙ্গে সাতক্ষীরা থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হচ্ছে সাহেদকে।

বুধবার (১৫ জুলাই) সকালে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ঢাকা ক্যান্টনমেন্টে জাহাঙ্গীর গেট সংলগ্ন আর্মি এভিয়েশন গেটে তাকে নামানো হবে। বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব সদর দফতরের মেজর রইসুল আজম মনি।

তিনি বলেন, বুধবার ভোরে র‌্যাবের একটি বিশেষ অভিযানে সাতক্ষীরার সীমান্তে দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র জব্দ করা হয়।

এর আগে রাজধানী ঢাকা ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমসেরনগরসহ কয়েকটি এলাকায় সাহেদকে গ্রেফতারের অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাহেদের ফোন ট্র্যাক করে তার অবস্থান নির্ধারণের চেষ্টাও চালায়।

সাহেদের অবস্থান অনুমান করে দেশের বিভিন্ন জেলায় তল্লাশি চালায় র‌্যাব ও পুলিশ। তাকে গ্রেফতার করতে কয়েকটি জেলার সব সীমান্ত, রিসোর্ট, হোটেল মোটেলেও নজরদারি বাড়ানো হয়।

অবশেষে তাকে গ্রেফতারের সক্ষম হয় র‍্যাব। এখন হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হচ্ছে।

আরও পড়ুন: রিজেন্টের মালিক সাহেদকে ধরতে অভিযান চলছে: র‍্যাব

অতঃপর রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

করোনা টেস্ট না করেই রিপোর্ট, রিজেন্ট হাসপাতালের ৮ জন আটক

রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালার প্রস্ততি

রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখার ৪৫ লাখ টাকা ভাড়া বাকি

সাহেদ কাণ্ডে দায় নিচ্ছে না কেউ!

প্রতারণার জগতে সাহেদ আইডল: র‍্যাব

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার

এ সম্পর্কিত আরও খবর