নোয়াখালীতে নতুন ৩৫ জনের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-28 18:32:27

নোয়াখালীতে একদিনে নতুন করে আরো ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬০৬ জনে।

এদিকে ভাইরাসে আক্রান্ত হয়ে জেলা জুড়ে মোট মৃত্যু হয়েছে ৫৫ জনের। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭১ জন।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগের তুলনায় নোয়াখালীতে করোনা সংক্রমণের মাত্রা কমেছে। দেখা গেছে করোনা রোগীদের মধ্যে হাসপাতালের চেয়ে বাসায় সুস্থতার হার অনেক বেশি। নোয়াখালী জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অর্ধেকের বেশি সুস্থ হয়েছেন।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। আর নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৫৯ জন।

এ সম্পর্কিত আরও খবর